Correct Answer: Option D
প্রথম ১০০০ টাকায় লাভ ৫%
বাকি থাকে ৫০০০ টাকা, তাতে লাভ আসে ৪%
এখন,
১০০০ টাকায় ৫% লাভ = ১০০০*৫/১০০ টাকা
= ৫০ টাকা
আবার,
৫০০০ টাকার ৪% লাভ = ৫০০০০*৪/১০০ টাকা
= ২০০ টাকা
মোট লাভ = ২০০ + ৫০ টাকা
= ২৫০ টাকা
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions