বাংলাদেশে 'সিরাজউদ্দৌলা' নাটকটি কে রচনা করেছেন?
Solution
Correct Answer: Option D
সিকান্দার আবু জাফর রচিত ঐতিহাসিক নাটক
‘সিরাজউদ্দৌলা’ (১৯৬৫)। নাটকটি ১৯৫১ সালের ডিসেম্বর
মাসে রচিত হয় এবং ১৯৫২ সালের জানুয়ারি মাসে
ইসমাইল মোহাম্মদের পরিচালনায় মঞ্চস্থ হয়। নাটকটি
বাংলা একাডেমি কর্তৃক প্রথম প্রকাশিত হয় ১৯৬৫ (পৌষ,
১৩৭২) সালে। ১৭৫৭ সালের ২৩ জুন,
পলাশীর প্রান্তরে
নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের যুদ্ধে মীরজাফর
গংদের বিশ্বাসঘাতকতার কারণে সিরাজের পরাজয় ঘটে এবং
বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যায়। চরিত্র: সিরাজ,
মীরজাফর, আলিবর্দি, ক্লাইভ, ঘসেটি বেগম, আমিনা বেগম
প্রমুখ।