What is the position of Bangladesh, according to World Bank, in terms of recipient of Remittance in 2021?
Solution
Correct Answer: Option B
১ ডিসেম্বর, ২০২২ সালে বিশ্বব্যাংকের মাইগ্রেশন
অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ-৩৭ এর প্রতিবেদন অনুযায়ী,
২০২২ সালে প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৭ম।
দেশটি ২০২২ সালে ২১ বিলিয়ন ডলার আয় করে। তবে
২০২১ সালের প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী আয়ে বিশ্বে
বাংলাদেশের অবস্থান ৭ম। দেশটি ২০২১ সালে ২২ বিলিয়ন
ডলার আয় করে। আর ২০২২ সালে ২১ বিলিয়ন ডলার
আয় করে। এ তালিকায় ১ম, ২য় ও ৩য় অবস্থানে যথাক্রমে
ভারত (১০০ বি. ড.), মেক্সিকো (৬০ বি.ড.) ও চীন (৫১
বি.ড.) আয় করে।