For keeping internet activity anonymous and private by users, which one is used?
A Dark Fiber
B Dark Net
C Dark Web
D None of these
Solution
Correct Answer: Option C
ডার্ক ওয়েব হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি
অংশ যা ডার্ক নেটে বিদ্যমান। দৈনন্দিন জীবনে ব্যবহৃত
ইন্টারনেটের ৫ থেকে ৬ শতাংশ জুড়ে ডার্ক নেটের ব্যপ্তি।
উন্মুক্ত ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এটি এক প্রকার
লুকায়িত নেটওয়ার্ক। এতে প্রবেশ করেত নির্দিষ্ট সফটওয়্যার
কনফিগারেশন বা অনুমোদন প্রয়োজন হয়।