Which of the following format is usually used to store data?

A Decimal

B BCD

C Octal

D Hexadecimal

Solution

Correct Answer: Option B

দশমিক সংখ্যার প্রতিটি অংককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে Binary Coded Decimal (BCD) কোড বলে। IBM এর পুরনো সুপার কম্পিউটারে, কম্পিউটার বায়োস ও ইলেকট্রিক ডিসপ্লে বোর্ডের তারিখ সংরক্ষণে এ কোড ব্যবহৃত হয়। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের নিমিত্তে এই কোড ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে দশমিক সংখ্যা ০ থেকে ৯ এ দশটি অংকের প্রতিটিকে নির্দেশের জন্য ৪টি বাইনারি অংক প্রয়োজন। ৪টি বিট দ্বারা ২n অর্থাৎ ১৬টি ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই ১৬টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার বিসিডি কোড সম্ভব।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions