Identify the language which is mainly used for Artificial Intelligence-
Solution
Correct Answer: Option D
কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে
সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা
বলে। ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John
McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির
সাথে পরিচয় করিয়ে দেন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক
হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং (Alan
Mathison Turing)। কৃত্রিম বুদ্ধিমত্তায় Java, CLISP,
MATLAB, PROLOG, C/C++ প্রোগ্রামিং ভাষা ব্যবহার
করা হয়। তবে এদের মধ্যে Prolog প্রধানত কৃত্রিম
বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।