একটি নির্দিষ্ট প্রজাতির ব্যাকটেরিয়া প্রতি আধা ঘণ্টা অন্তর দ্বিগুণ হয়। সকল ১০.০০ টার সময় ব্যাকটেরিয়ার সংখ্যা ৩,০০,০০০ থাকলে সকাল ১১.৩০ মিনিটে ব্যাক্টেরিয়ার সংখ্যা কত হবে?
Solution
Correct Answer: Option B
১০.০০ থেকে ১১.৩০ পর্যন্ত সময় = ১.৩০ ঘণ্টা
দেওয়া আছে, প্রতি ৩০ মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা ২ গুণ হয়
এখন, ১০.০০ এ ব্যাকটেরিয়া ৩,০০,০০০ হলে
১০.৩০ এ ব্যাকটেরিয়া ৬,০০,০০০
১১.০০ এ ব্যাকটেরিয়া ১২,০০,০০০
১১.৩০ এ ব্যাকটেরিয়া ২৪,০০,০০০