বিভিন্ন দেশের মুদ্রার নামঃ পাউন্ড - ইংল্যান্ড, সুদান, দক্ষিণ সুদান, মিশর, লেবানন ও সিরিয়া। ইয়েন-জাপান। ডলার -যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, তাইওয়ান, হংকং, কানাডা, নিউজিল্যান্ড প্রভৃতি। ইউরো - ইউরোপীয় ইউনিয়নের ১৯ টি দেশসহ ২৫ টি দেশে ইউরো মুদ্রা প্রচলিত ।
পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এদেশীয় মিত্র আল বদর বাহিনী ১৪ ডিসেম্বর, ১৯৭১ বাঙ্গালির তৎকালীন শ্রেষ্ঠ সন্তান তথা বুদ্ধিজীবীদের হত্যা করে এক কলঙ্কময় ইতিহাস সৃষ্টি করে। জাতীয় জীবনে এ দিনটিকে স্মরণ করে রাখার জন্য ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় ।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন "অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল" ২৮ শে মে ১৯৬১ সালে ব্রিটিশ আইনজ্ঞ পিটার বেনেনসন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি ১৯৭৭ সালে নোবেল শান্তি পুরুস্কার লাভ করে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন খান।
- রোটারি ইন্টারন্যাশনাল হলো একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
বিমসটেক (BIMSTEC-Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- ৬ জুন, ১৯৯৭ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে BIMSTEC প্রতিষ্ঠিত হয়। - সংস্থাটির সদস্য সংখ্যা ৭ ( বাংলাদেশ ,ভুটান, ভারত, মিয়ানমার,নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড)।
- ২০১৪ সালে ঢাকায় BIMSTEC এর সদরদপ্তর স্থাপন করা হয় ।
সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপতি সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী। তিনি সংবিধানের ৪৮ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী সংসদ -সদস্যগণ কর্তৃক নির্বাচিত হন।তিনি সংবিধান ও আইনবলে তার উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সম্পন্ন করেন। সরকারের যাবতীয় কার্যাদী রাষ্ট্রপতির নামে সম্পাদন করা হয় ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
এখানে k পূর্ণসংখ্যা (অর্থাৎ ভগ্নাংশ নয়) এবং k=462/n এখন,n=22 হলে, k=462/22=21 যেহেতু n=22 হলে k এর মান পূর্ণসংখ্যা,সেহেতু n=22 নির্নেয় উত্তর।অন্য অপশন গুলোর ক্ষেত্রে k এর মান পূর্ণসংখ্যা পাওয়া যাবে না।
যে ব্যক্তি সামাজিক জীবনের কোনো বিধি নিষেধ মান্য করে না তাকে bohemian (ছন্নছাড়া) বলে। Frank-অকপট/অমায়িক। reveile-ভোরে ওঠার জন্য তূর্য সংকেত। egoist-অহংবাদী/আত্মবাদী।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।