বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ব্যক্তিগত কর্মকর্তা) - ১৯.০৬.২০২১ (50 টি প্রশ্ন )
বিভিন্ন দেশের রাজধানীর নামঃ
 বেলজিয়াম -ব্রাসেলস
 ডেনমার্ক -কোপেন হেগেন।
 ভিয়েতনামা -হ্যানয় ।
 আর্মেনিয়া -ইয়েরেভান।


কোনো দেশে যদি কোনোরুপ জলসীমা না থাকে তাকে স্থলবেষ্টিত দেশ বলে। 
- বিশ্বে স্থলবেষ্ঠিত দেশের সংখ্যা ৪৫ টি।
- বিশ্বে স্থলবেষ্টিত মোট স্বাধীন রাষ্ট্রের সংখ্যা ৪৫টি। এর মধ্যে বৃহত্তম দেশ কাজাখস্তান। 
- এশিয়ায় স্থলবেষ্টিত রাষ্ট্র ১১ টি।
যথা -নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান।


 বিভিন্ন দেশের মুদ্রার নামঃ
 পাউন্ড - ইংল্যান্ড, সুদান, দক্ষিণ সুদান, মিশর, লেবানন ও সিরিয়া।
 ইয়েন-জাপান।
 ডলার -যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, তাইওয়ান, হংকং, কানাডা, নিউজিল্যান্ড প্রভৃতি।
 ইউরো - ইউরোপীয় ইউনিয়নের ১৯ টি দেশসহ ২৫ টি দেশে ইউরো মুদ্রা প্রচলিত ।


পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এদেশীয় মিত্র আল বদর বাহিনী ১৪ ডিসেম্বর, ১৯৭১ বাঙ্গালির তৎকালীন শ্রেষ্ঠ সন্তান তথা বুদ্ধিজীবীদের হত্যা করে এক কলঙ্কময় ইতিহাস সৃষ্টি করে।
 জাতীয় জীবনে এ দিনটিকে স্মরণ করে রাখার জন্য ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় ।


আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। এর আয়তন ০.৪৪ বর্গ কিমি। 
- ১১ ফ্রেব্রুয়ারি, ১৯২৯ ইতালির সাথে Lateran pacts নামক চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। 
- দেশটি পোপ কর্তৃক শাসিত হয় ।
- এর মুদ্রার নাম ইউরো, কিন্তু ইইউ সদস্য নয়। 
- ভ্যাটিকান সিটি জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র ও বিশ্বব্যাংকের সদস্য নয়।
- এটি স্থলবেষ্টিত রাষ্ট্র। 


আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন "অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল" ২৮ শে মে ১৯৬১ সালে ব্রিটিশ আইনজ্ঞ পিটার বেনেনসন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি ১৯৭৭ সালে নোবেল শান্তি পুরুস্কার লাভ করে। 

- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন খান।
- রোটারি ইন্টারন্যাশনাল হলো একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।



 বিমসটেক (BIMSTEC-Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
-  ৬ জুন, ১৯৯৭ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে BIMSTEC প্রতিষ্ঠিত হয়।
-  সংস্থাটির সদস্য সংখ্যা ৭ ( বাংলাদেশ ,ভুটান, ভারত, মিয়ানমার,নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড)। 
- ২০১৪ সালে ঢাকায় BIMSTEC এর সদরদপ্তর স্থাপন করা হয় ।
- বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকপেল।


উন্নয়নশীল ৮টি মুসলিম দেশের অর্থনৈতিক জোট হলো ডি-৮।
- এটি ১৫ জুন,১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। 
- এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত।
- সদস্য গুলো হলঃ বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর ও ইরান।


সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপতি সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী। তিনি সংবিধানের ৪৮ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী সংসদ -সদস্যগণ কর্তৃক নির্বাচিত হন।তিনি সংবিধান ও আইনবলে তার উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সম্পন্ন করেন। সরকারের যাবতীয় কার্যাদী রাষ্ট্রপতির নামে সম্পাদন করা হয় ।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য বাংলাদেশকে ৪টি সামরিক জোনে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন। 
- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ এর নির্দেশে কর্নেল (অব) এম এ জি ওসমানী ৪ টি সেক্টরকে পুনর্গঠিত করে।
- পুরো দেশকে ১১ টি সেক্টরে ও ৬৪ টি সাব সেক্টরে ভাগ করে ।
- এর মধ্যে ১০ নং সেক্টর ছিলো একমাত্র নৌ সেক্টর। দেশের সমুদ্র অঞ্চল ও নদীপথ নিয়ে এই সেক্টর গঠিত হয়।
- এই সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলো না।


দেওয়া আছে, 3x-6y=9
       or,3(x-2y)=9
       or, x-2y=3 ----(1)

আবার, 2y -x-3=0
 or,2y -x=3
 or, -x+2y=3
 or,-(x-2y)=3
 or,x-2y=-3 ---- (2)
আমরা জানি,
সমীকরণের ক্ষেত্রে,
a1x+b1y=c1
a2+b2y=c2

a1/a2 =b1/b2 ≠ c1/c2 হলে সমীকরণের কোনো সমাধান নেই ।
এখন, (1) ও  (2)
 1/1 =-2/-2  ≠ 3/-3

অতএব প্রদত্ত সমীকরণের কোনো সমাধান নেই ।
এখানে,
{(13+29+41+x)/4} <25
or, {(83+x)/4} <25
or,83+x<100
or, x<100 -83
or, x<17
x এর মান অবশ্যই 17 থেকে ছোট হবে।
তাহলে অপশন অনুযায়ী সঠিক উত্তর 13

মনে করি, সংখ্যাটি  x
প্রশ্নমতে, x এর 60% - 40 =50
 or, x × (60/100) =50+40
 or,x × 3/5=90
  ∴  x=150
40 এর 80% - 25 এর 4/5
= 40×(80/100) - 25 এর (4/5)
=32-20
=12


মঙ্গলবারে Roy বাইক চালায় =১০ মাইল
 বুধবারে চালায় ১০+৫=১৫ মাইল
 বৃহস্পতিবারে চালায় =১৫-৭=৮ মাইল
 শুক্রবারে চালায় =৮+১২=২০ মাইল
অতএব ৪ দিনে মোট বাইক চালায় =৫৩ মাইল


A ও B একত্রে পুকুরটি খালি করতে পারে
=(3×2)/(3+2) ঘন্টা
=6/5 ঘন্টায়
(6/5)×60 মিনিটে
=72 মিনিটে ।
মনে করি ,ধারাটির প্রথম পদ =a
 এবং সাধারণ অন্তর = d
আমরা জানি,
সমান্তর ধারার  n তমপদ = a+(n-1)d

প্রশ্নমতে, a+(2-1)d=4
or, a+d=4 ----- (1)

এবং, a+(10-1)d=15
or,a+9d=15 --- (2)

 (2) -(1)
9d-d=15-4
⇒ 8d=11
⇒ d=11/8

 (1) নং হতে,
 a+(11/8)=4
⇒ a=4 -(11/8)
⇒ a=(32-11)/8
⇒ a=21/8
 অতএব, a=2.63

এখানে k পূর্ণসংখ্যা (অর্থাৎ ভগ্নাংশ নয়)
 এবং  k=462/n
এখন,n=22 হলে, k=462/22=21
 যেহেতু n=22 হলে  k এর মান পূর্ণসংখ্যা,সেহেতু n=22 নির্নেয় উত্তর।অন্য অপশন গুলোর ক্ষেত্রে k এর মান পূর্ণসংখ্যা পাওয়া যাবে না।
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13 হলে,
 ১) ডিগ্রিতে পরিমাণকৃত কোণগুলোর মান হবে - 22.62, 67.38, 90
 ২) রেডিয়ানে পরিমাণকৃত কোণগুলোর মান হবে - 0.39, 1.18, 1.57


এখানে, 5,12 13 এর মধ্যে 5 ছোট হওয়ায় 5 এর বিপরীত দিকের কোণের মান ক্ষুদ্রতম হবে।

এখন কোণের মান θ হলে =Sin θ = লম্ব/অতিভুজ
             বা,sin θ=5/13
      বা, θ =sin-1(5/13)=22.62
অতএব ক্ষুদ্রতম কোণের মান =22.62

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


পরবর্তী সংখ্যা =8+2=10


দেওয়া আছে,
a+b+c=12 ----- (1)
a+b=4 ----- (2)
a+c=7 ----- (3)
(2) + (3)
 2a+b+c=11 -----(4)
(4) - (1)
or, 2a+b+c=11
     a+b+c=12
-------------------
 বিয়োগ করে  a=-1
আমরা জানি, বর্গতল বিশিষ্ট একটি পিরামিডের আয়তন = (1/3)a2h
যেখানে a= বর্গাকার ভূমির বাহুর দৈর্ঘ্য,  h= উচ্চতা



মনে করি, পিরামিডের উচ্চতা ,h1=h
     বৃদ্ধিপ্রাপ্ত পিরামিডের উচ্চতা h2= (112/100)h ( যেহেতু উচ্চতা 12% বৃদ্ধি পায়)
 এখন, {(1/3)a22h2}/{(1/3)a12h1} =128/100

or, {a22×(112/100h)}/(a12×h) =128/100

or, a22/a12 ×(112/100)=128/100

or, a22/a12=128/112

or, a22/a12=1.1428

or, a2/a1=1.069 [উভয়পক্ষকে বর্গমূল করে]

or, a2/a1=1.07 ----(1)

এখন, বর্গাকার ভূমির বাহুর দৈর্ঘ্য a1=100 হলে,
(1) or, a2/100 =1.07
     or, a2=107
অতএব বর্গাকার ভূমির বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি (107-100)=7
অতএব বর্গাকার ভূমির বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পায়  7 %


নির্নেয় ভগ্নাংশ = (৫০ এর ৩০%)/(৮০ এর ৭৫%)
             ={৫০×(৩০/১০০)}/{৮০×(৭৫/১০০)}
             =(৫০×৩০)/(৮০×৭৫)
             =১/৪
প্রকৃত মূল্য = {১০০/(১০০-২৫)}×১০০
          =(১০০/৭৫)×১৮০
            =২৪০ ডলার
জনসংখ্যার শতকরা হ্রাস
  {(২১০৫ - ১৭০৫)/২১০৫}×১০০
 =(৪০০/২১০৫)×১০০
 =১৯.০০২৩%
 =১৯%
Spill the beans (কারো গোপনীয়তা প্রকাশ করা)  idiom টির অর্থ -Reveal someones secret.


যে বক্তব্যের দুই অর্থ থাকে তাকে ambiguous বলে।
Epigraph -সূত্রলিপি ;
verbose -শব্দবহুল;
ambivalent-প্রতিকূল।


শুদ্ধ বানান - Extraversion (বহির্মুখী অবস্থা)।


যে ব্যক্তি সামাজিক জীবনের কোনো বিধি নিষেধ মান্য করে না তাকে bohemian (ছন্নছাড়া) বলে।
Frank-অকপট/অমায়িক।
reveile-ভোরে ওঠার জন্য তূর্য সংকেত।  
egoist-অহংবাদী/আত্মবাদী।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Selfish (স্বার্থপর/আত্মগ্রাহী) এর antonym হচ্ছে -altruistic (পরার্থপর/কল্যাণময়)।
Emotive-মানসিক চাঞ্চল্য উদ্রেককারী; 
egocentric-আত্মকেন্দ্রিক/অহংসর্বস্ব;
acquisitive -অর্জনপ্রিয়।


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0