Solution
Correct Answer: Option D
- প্রাচীন বাংলার অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শন মহাস্থানগড় 'করতোয়া' নদীর তীরে অবস্থিত এবং এটি ২৫০০ বছরের পুরনো নগরী।
- এটি বগুড়া শহর থেকে আনুমানিক ৮-১০ কিলোমিটার বা ৮ মাইল উত্তরে অবস্থিত।
- মহাস্থানগড়ের প্রাচীন নাম ছিল 'পুণ্ড্রনগর', যা প্রাচীন পুণ্ড্র জনপদের রাজধানী ছিল।
- মৌর্য, গুপ্ত ও পাল যুগে এটি একটি সমৃদ্ধশালী প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল।