-১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। -এর সর্বোচ্চ পদ হল মহাসচিব। -জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল ৫ বছর। -জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর নরওয়ের টৃগভে লি প্রথম মহাসচিব পদে নির্বাচিত হন। -কিন্তু তাঁর পূর্বে গ্লাডউইন জেব ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ তিনি যুক্তরাষ্ট্রের অধিবাসী ছিলেন৷
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions