Solution
Correct Answer: Option C
● হুমায়ুন কবির রচিত তিনভাগে বিভক্ত উপন্যাস 'নদী ও নারী' (১৯৫২)। পদ্মাপাড়ের মানুষের জীবিকার পাশাপাশি প্রকৃতির সাথে তাদের যে সংগ্রাম, মানুষে মানুষে হিংসা-দ্বেষ, প্রেম এবং মানবিকতা উপন্যাসের মূল বিষয়বস্তু।
● কাজী আবদুল ওদুদ রচিত উপন্যাস 'নদীবক্ষে' (১৯১৮);
● আবুল ফজল রচিত উপন্যাস 'রাঙ্গা প্রভাত' (১৯৫৭), 'চৌচির’ (১৯৩৪), 'প্রদীপ ও পতঙ্গ' (১৯৪০)।
● শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস 'আলমনগরের উপকথা' (১৯৫৪), ‘কাশবনের কন্যা (১৯৫৪), 'জায়জঙ্গল' (১৯৭৩), 'সমুদ্র বাসর’ (১৯৮৬), ‘জীবনকাব্য' (১৯৫৬), 'কাঞ্চনমালা’ (১৯৬১), 'নবান্ন' (১৯৮৭), 'কাঞ্চনগ্ৰাম' (১৯৯৮)।