ডাক জীবন বীমা (পিএলআই একাউনটেন্ট) (গ্রেড-১৬) - ১৫.১২.২০২৩ (70 টি প্রশ্ন )
- ৩০ অক্টোবর, ২০১৭ সালে ইউনেস্কোর আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি Memory of the world Register-এ অন্তর্ভুক্ত করতে ৭৮টি দলিলকে মনোনয়ন দেয়।
- এ তালিকায় ৪৮ নম্বরে ৭ মার্চ, ১৯৭১  সালে রেসকোর্স (সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ৭ মার্চ এর ঐতিহাসিক ভাষণকে Worlds Documentary Heritage এর অংশ হিসেবে Memory of the world Register অন্তর্ভুক্ত করে।
- ১৯৯৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৪২৭টি দলিল ও সংগ্রহ Memory of the world Register-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।
- ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই একমাত্র ও প্রথম অলিখিত ভাষণ।
উল্লেখ্য, ১৯৯২ সালে ইউনেস্কো Memory of the world Register প্রোগ্রামটি চালু করে।
- পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া (মুন্সিগঞ্জ), জাজিরা (শরীয়তপুর) প্রান্তে অবস্থিত ‘পদ্মা সেতু’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর, ২০১৫ সালে।
- এর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার। এতে মোট পিলার আছে ৪২টি এবং স্প্যান আছে ৪১টি।
- এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
- বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন, ২০২২ সালে উদ্বোধন করেন।
- Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়।
- ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে "Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
- ২০৩০ সালের মধ্যে SDG Target-এ দেয়া Maternal Mortaliy rate ৭০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

এসডিজির ১৭ লক্ষ্যসমূহ হলো: 
- প্রথম : দারিদ্র্য নির্মূল 
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা 
- পঞ্চম : লিঙ্গ সমতা 
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন 
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি 
- অষ্টম : কর্মসংস্থান ও অর্থনীতি 
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো 
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ 
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন 
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ 
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান 
- পঞ্চদশ : স্থলভাগের জীবন 
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

- মঙ্গোলিয়া দূরপ্রাচ্যের একটি দেশ।
- এর রাজধানী উলানবাটোর।
- মঙ্গোলিয়ার মুদ্রার নাম টোগরোগ।

অন্যদিকে,
- সানা ও হেলসিংকি যথাক্রমে ইয়েমেন ও ফিনল্যান্ডের রাজধানী।
- সুয়েজ খাল মিশরে অবস্থিত।
- লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরের সংযোগ স্থাপনের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে ১৮৫৯ থেকে ১৮৬৯ সালের মধ্যে এক দশকে খালটি খনন করা হয়।
- খালটি খননে মূল পরিকল্পনাকারী ফরাসি কুটনীতিক ফার্দিনান্দ দে লেসেপস।
- ১৬৪ কি.মি. দীর্ঘ কৃত্রিম এ খালটিকে Highway of india বলা হয়।
- সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে আর এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪

• এপ্রিল ২০২৪ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বিশ্ব__
• জনসংখ্যা : ৮১১.৯০ কোটি।
• নারী প্রতি প্রজনন : ২.৩ জন ।
• গড় আয়ু পুরুষ : ৭১ বছর ও নারী : ৭৬ বছর।
• নারী প্রতি প্রজনন হার সর্বাধিক : নাইজার (৬.৬ জন) ও সর্বনিম্ন : হংকং (০.৮ জন)।
• জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ : ভারত।
• জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান : অষ্টম।

শীর্ষ ১০ জনবহুল দেশঃ
দেশ ও জনসংখ্যাঃ
১. ভারত - ১৪৪ কোটি ১৭ লাখ।
২. চীন - ১৪২ কোটি ৫২ লাখ।
৩. যুক্তরাষ্ট্র - ৩৪ কোটি ১৮ লাখ।
৪. ইন্দোনেশিয়া - ২৭ কোটি ৯৮ লাখ।
৫. পাকিস্তান - ২৪ কোটি ৫২ লাখ।
৬. নাইজেরিয়া - ২২ কোটি ৯২ লাখ।
৭. ব্রাজিল - ২১ কোটি ৭৬ লাখ।
৮. বাংলাদেশ - ১৭ কোটি ৪৭ লাখ।
৯. রাশিয়া - ১৪ কোটি ৪০ লাখ।
১০. ইথিওপিয়া - ১২ কোটি ৯৭ লাখ।
- ২৬ জুলাই থেকে ১১ আগস্ট, ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়, যা প্যারিস অলিম্পিক, ২০২৪ নামে পরিচিত।
- এতে ২০৬টি দেশ থেকে অ্যাথলিটরা ৩২টি খেলায় ৩২৯টি পদকের জন্য প্রতিযোগিতা করে।
- এ আসরে সবচেয়ে বেশি পদক লাভ করে যুক্তরাষ্ট্র (১২৬টি) এবং পদকে ২য় স্থানে রয়েছে চীন (৯১টি)।
- চীন ও যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি স্বর্ণপদক পায়।
- দুটি দেশ ৪১টি করে স্বর্ণপদক পায়।
- আর ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের থিমস ছিল সবার জন্য উন্মুক্ত গেমস।
- উত্তর ইউরোপে অবস্থিত স্ক্যান্ডিনেভিয়ান ৫টি দেশ- ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে।

- অন্যদিকে, ইতালি পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র।
- এর রাজধানী রোম।
- অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী।
- বাংলাদেশ সংবিধানের ৬৪ (১) অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন।
- এটর্নি জেনারেল সংবিধানের ৬৪(২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসাবে রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করেন।
- ৬৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করার অধিকার থাকবে।
- ৬৪(৪) ধারা অনুযায়ী, রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ১৯৭১ সালের গণহত্যা-নির্যাতনের নিদর্শন সংরক্ষণ, বধ্যভূমি ও গণকবর সংক্রান্ত তথ্যভান্ডার গড়ে তোলা, গণকবর ও বধ্যভূমি চিহ্নিত করা এবং গবেষণার জন্য খুলনায় গণহত্যা জাদুঘর স্থাপন করা হয়।
- এ জাদুঘরের নাম ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর'।
- এ জাদুঘরে সংরক্ষিত আছে একাত্তরের গণহত্যা ও নির্যাতনের বহু নিদর্শন, ছবি ও নথিপত্র।
- এটি দেশের একমাত্র গণহত্যা জাদুঘর, যার যাত্রা শুরু হয় ১৭ মে, ২০১৪ সালে।
- এ জাদুঘরের প্রাঙ্গনে চুকনগর বধ্যভূমি অবস্থিত।
- শেরপুরের ঐতিহ্যবাহী ছানার পায়েস সম্প্রতি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি ৪৪তম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর।

তথ্যসূত্র: bdnews24.com
BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হচ্ছে-NDB। BRICS হলো ব্রাজিল,রাশিয়া, ভারত,চিন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ঘটিত অর্থনৈতিক সংঘ। NDB কে আই এম এফ এর বিকল্প প্রতিষ্ঠান মনে করা হয়। কেননা IMF বা International Monetary Fund সারা বিশ্বে অর্থায়ন করে থাকে। এর মাধ্যমে বিভিন্ন দেশ বৈষম্য ও নিষ্পেষণের শিকার হয় আমেরিকা ও ইউরোপের যৌথ নেতৃত্বে।  আমেরিকা ও ইউরোপের প্রাধান্য কমাতে ও নতুন পুঁজি ঋণ ব্যবস্থা তৈরি করতে NDB প্রতিষ্ঠা করা হয়েছে। তাই NDB কে IMF এর বিকল্প প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়। 

- ২০১২ সালে দিল্লিতে অনুষ্ঠিত ৪র্থ ব্রিক্স সম্মেলনে শীর্ষ ব্যাংক স্থাপনের ধারণাটি প্রস্তাবিত হয়েছিল। ব্রিক্স নেতারা ২৭ মার্চ ২০১৩ খ্রিষ্টাব্দে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে অনুষ্ঠিত ৫ঞ্চম ব্রিকস সম্মেলনে একটি উন্নয়ন ব্যাঙ্ক স্থাপনে সম্মত হন।
- বাংলাদেশ ৬ষ্ঠতম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে - ১৬ সেপ্টেম্বর, ২০২১।
- বর্তমানে এর সদস্য দেশ ৯টি। (সর্বশেষ সদস্য- Algeria 19 May, 2025)
- এর সদরদপ্তের সাংহাই চীন। 

- জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস ‘বুকের ভিতর আগুন' `(১৯৯০)।

- জাহানারা ইমাম ছিলেন একজন বাংলাদেশী লেখিকা, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। তিনি বাংলাদেশে শহীদ জননী হিসেবে পরিচিত।
- তাঁর বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি।

• তাঁর রচিত শিশু সাহিত্য-
- গজকচ্ছপ,
- সাতটি তারার ঝিকিমিকি, 
- বিদায় দে মা ঘুরে আসি।

• তাঁর রচিত অন্যান্য গ্রন্থ:
- 'অন্য জীবন (১৯৮৫),
- ‘নাটকের অবসান' (১৯৯০),
- প্রবাসের দিনগুলি (১৯৯২)।
- ১০ এপ্রিল, ১৯৭১ মুজিব নগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪ টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।
- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে, পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪ টি সাব সেক্টরে ভাগ করে।
- ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালি নৌ- কর্মকর্তা মিলে ১০ নং সেক্টর গঠন করেন। এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না। এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনায় পরিচালিত হত।
- ইউরো জোনের আর্থিক নীতি পরিচালনা ও ইউরো মুদ্রার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আমস্টারডাম চুক্তির মাধ্যমে ১ জুলাই, ১৯৯৮ সালে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য দেশ শুধু তারাই, যারা ইউরোপীয় ইউনিয়নের ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- এর সদর দপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত।
- অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। 

বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি,
= ∠ACD + ∠BAE + ∠CBF
= 180° - γ + 180° - α + 180° - β
= 540° - (α + β + γ)
= 540° - 180°
= 360°
A = {5, 15, 20, 30}
B = {3, 5, 15, 18, 20}

A ∩ B = {5, 15, 20, 30} ∩ {3, 5, 15, 18, 20}
         = {5, 15, 20}
পনির : তপন = ৪ : ৩ = ২০ : ১৫
তপন : রবিন = ৫ : ৪ = ১৫ : ১২
পনির : তপন : রবিন = ২০ : ১৫ : ১২

পনিরের আয় = ২০ক
তপনের আয় = ১৫ক
রবিনের আয় = ১২ ক

প্রশ্নমতে,
২০ক = ১২০
ক = ১২০/২০
ক = ৬

রবিনের আয় = ১২ × ৬ = ৭২ টাকা
5x + 8.5x + 16.5x = 1
⇒ 5x(1 + 8 + 16) = 1
⇒ 5x. 25 = 1
⇒ 5x.52 = 1
⇒ 5x + 2 = 50
⇒ x + 2 = 0
∴ x = - 2

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি,
চৌবাচ্চাটির গভীরতা = ক মিটার

∴ চৌবাচ্চাটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা
= ২.৫৬ × ১.২৫ × ক
= ৩.২ক ঘনমিটার

আমরা জানি,
১ ঘনমিটার = ১০০০ লিটার
∴ ৮০০০ লিটার = ৮০০০/১০০০ = ৮ ঘনমিটার

প্রশ্নমতে,
৩.২ক = ৮
বা, ক = ৮/৩.২
∴ ক = ২.৫ মিটার
ক ও খ একত্রে ১২ দিনে করতে পারে ১ টি কাজ
ক ও খ একত্রে ১ দিনে করতে পারে কাজের ১/১২ অংশ

ক একা ২০ দিনে করতে পারে ১ টি কাজ
ক একা ১ দিনে করতে পারে কাজটির ১/২০ অংশ

খ একা ১ দিনে করতে পারবে
= কাজের (১/১২ - ১/২০) অংশ
= ১/৩০ অংশ

খ একা ১/৩০ অংশ করতে পারে ১ দিনে
খ একা সম্পূর্ণ অংশ করতে পারে ৩০ দিনে
১ম রাশি = 4x2 - 16
= 4(x2 - 4)
= 4(x2 - 22)
= 4(x + 2)(x - 2) 

২য় রাশি = 6x2 + 24x + 24
= 6(x2 + 4x + 4)
= 6(x2 + 2.x.2 + 22)
= 6(x + 2)2
= 6(x + 2)(x + 2)

(4x2 - 16) এবং (6x2 + 24x + 24) এর গ.সা.গু = 2(x + 2)
Log2(1/32)
= Log2(1/25)
= Log22- 5
= - 5Log22
= - 5 × 1
= - 5
১২/১৫ = ০.৮
৫/৬ = ০.৮৩
১১/১৬ = ০.৬৯
১৭/২১ = ০.৮১
ধরি,
ভূমি = x সে.মি.
লম্ব = x - 2 সে.মি.
অতিভূজ = x + 2 সে.মি.

শর্তমতে
x2 + (x - 2)2 = (x + 2)2
বা, x2 + x2 - 4x + 4 = x2 + 4x + 4
বা, x2 + x2 - 4x + 4 - x2 - 4x - 4 = 0
বা, x2 - 8x = 0
বা, x - 8 = 0
∴ x = 8

∴ সমকোণী ত্রিভুজের লম্বের = x + 2 = 8 + 2 = 10 সে. মি.
দেওয়া আছে,
ΔABC এর ∠A = 40°, ∠B = 70°

∴ অপর কোণটি = 180° - (40° + 70°)
= 180° - 110°
= 70°

এখানে, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান।
তাই, ΔABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
স্রোতের অনুকূলে গতিবেগ = ১৮ + ৬ = ২৪ কি.মি./ঘণ্টা
স্রোতের প্রতিকূলে গতিবেগ = ১৮ - ৬ = ১২ কি.মি./ঘণ্টা


মোট সময় = (৪৮/১২) + (৪৮/২৪)ঘণ্টা
              = (৪ + ২)ঘণ্টা
              = ৬ ঘণ্টা
(√3 × √5)2
= (√3)2 × (√5)2
= 3 × 5 
= 15
৯৬ টাকার ২০%
= ৯৬ × (২০/১০০) 
= ৯৬/৫ টাকা

২টি আমের প্রকৃত মূল্য = ৯৬/৫ টাকা
∴ ১টি আমের প্রকৃত মূল্য = ৯৬/(৫ × ২) টাকা
৫০টি আমের প্রকৃত মূল্য = (৯৬ × ৫০)/(৫ × ২) টাকা
                               = ৪৮০ টাকা

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দেওয়া আছে,
x/y = 2/3
⇒ 2y = 3x
⇒ y = (3/2)x
∴ y = 3x/2

এখন,
(6x + y)/(3x + 2y)
= {6x + (3x/2)}/{3x + 2(3x/2)} [ y = 3x/2 ]
= {(12x + 3x)/2}/{3x + 3x}
= 15x/12x
= 5/4
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0