সাব-ইন্সপেক্টর নিয়োগ- ২০১২ (18 টি প্রশ্ন )
 

Option ধরে আগালে সবচেয়ে দ্রুত অংকটি করা যাবে।

 









ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন








হাসান হাফিজুর রহমান ১৯৩২ সালে ১৪ জুন জামালপুর জেলায় তাঁর নানা বাড়িতে জন্মগ্রহণ করেন।
তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থঃ
- বিমুখ প্রান্তর (১৯৬৩),
- আর্ত শব্দাবলী (১৯৬৮),
- আধুনিক কবি ও কবিতা (১৯৬৫),
- মূল্যবোধের জন্যে (১৯৭০),
- অন্তিম শরের মতো (১৯৬৮),
- যখন উদ্যত সঙ্গীন (১৯৭২),
- শোকার্ত তরবারী (১৯৮১) ইত্যাদি।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0