১ দিস্তা সমান কত তা কাগজ ?
Correct Answer: Option D
কাগজের পরিমাণগত : একই দৈর্ঘ্য প্রস্থের একক অংশকে প্রস্থ বা তা (sheet) বলা হয়। এরূপ সাধারণত ২৫ প্রস্থ কাগজ নিয়ে তৈরি হয় ১ দিস্তা। আর ২০ দিস্তা কাগজ দিয়ে তৈরি হয় ১ রিম কাগজ। তবে এই মাপের অনেক সময়ই হেরফের লক্ষ্য করা যায়। এর উপর ভিত্তি করে কাগজের বেশ কয়েক রকমের পরিমাপ নির্ধারণ করা হয়। যেমন-
নিউজপ্রিন্টের ক্ষেত্রে ৫০০ তা-এর কাগজকে ১ রিম ধরা হয়। বর্তমানে ৫০০ তা-এর রিমকে আন্তর্জাতিক আদর্শ মাপ ধরা হয়। তাই উত্তর ২৫তা
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions