১ দিস্তা সমান কত তা কাগজ ? 

A  ১৮ তা 

B  ২০ তা 

C  ২৪ তা 

D  ২৫ তা 

Solution

Correct Answer: Option D

কাগজের পরিমাণগত : একই দৈর্ঘ্য প্রস্থের একক অংশকে প্রস্থ বা তা (sheet) বলা হয়। এরূপ সাধারণত ২৫ প্রস্থ কাগজ নিয়ে তৈরি হয় ১ দিস্তা। আর ২০ দিস্তা কাগজ দিয়ে তৈরি হয় ১ রিম কাগজ। তবে এই মাপের অনেক সময়ই হেরফের লক্ষ্য করা যায়। এর উপর ভিত্তি করে কাগজের বেশ কয়েক রকমের পরিমাপ নির্ধারণ করা হয়। যেমন-

      • ৪৭২ তা : মিল রিম। [২৪ তা=১ দিস্তা, ১৮ দিস্তা=১ রিম ]
      • ৪৮০ তা : হ্রস্ব রিম। [২৪ তা=১ দিস্তা, ২০ দিস্তা=১ রিম]।
      • ৫০০ তা : বৃহৎ রিম। [২৫ তা=১ দিস্তা, ২০ দিস্তা=১ রিম]।
      • ৫০৪ তা : স্টেশনারি রিম। [২৪ তা=১ দিস্তা, ২১ দিস্তা=১ রিম]।
      • ৫১৬ তা : প্রিন্টার রিম। [২৪ তা=১ দিস্তা, ২১.৫ দিস্তা=১ রিম]।

নিউজপ্রিন্টের ক্ষেত্রে ৫০০ তা-এর কাগজকে ১ রিম ধরা হয়। বর্তমানে ৫০০ তা-এর রিমকে আন্তর্জাতিক আদর্শ মাপ ধরা হয়। তাই উত্তর ২৫তা

Visit Source
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions