একটি শার্ট ও একটি প্যান্টের মূল্য ৫২৫.০০ টাকা। যদি শার্টের মূল্য ৫% এবং প্যন্টের মূল্য ১০% বৃদ্ধি পায়, তাহলে এগুলো কিনতে ৫৬৮.৭৫ টাকা লাগে। শার্ট ও প্যান্ট প্রত্যেকটির মূল্য কত ? 

 

A    শার্টের মূল্য ১৫০ টাকা ও প্যান্টের মূল্য ৩৭৫ টাকা

B    শার্টের মূল্য ১৬৫ টাকা ও প্যান্টের মূল্য ৩৬০ টাকা

C    শার্টের মূল্য ১৭০ টাকা ও প্যান্টের মূল্য ৩৫৫ টাকা

D     শার্টের মূল্য ১৭৫ টাকা ও প্যান্টের মূল্য ৩৫০ টাকা

Solution

Correct Answer: Option D

 

ধরা যাক , শার্টের  মুল্য ক টাকা           প্যান্টের মূল্য  (৫২৫-ক) টাকা ৫% বৃদ্ধি তে ,

শার্টের বর্তমান মূল্য = ১০৫ক/১০০ ১০% বৃদ্ধি তে ,

প্যান্টের বর্তমান মূল্য ১১০(৫২৫-ক)/ ১০০ টাকা

  শর্ত মতে, ১০৫ক/১০০ + ১১০ (৫২৫-ক)/১০০ = ৫৬৮.৭৫ বা , ক =১৭৫ টাকা শার্টের মূল্য ১৭৫ টাকা ও প্যান্টের মূল্য ৩৫০ টাকা 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions