First person from Africa to hold the position of UN Secretary General was-
A U Thant
B Boutros-Ghali
C Trygve Halvdan Lie
D Kofi Anan
Solution
Correct Answer: Option B
বুট্রোস বুট্রোস-গালি জাতিসংঘের মহাসচিব পদে অধিষ্ঠিত প্রথম আফ্রিকান ছিলেন। তিনি ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একজন মিশরীয় কূটনীতিক এবং আইনজীবী।
- উ থান্ত ছিলেন মায়ানমার থেকে জাতিসংঘের তৃতীয় মহাসচিব।
- ট্রিগভি লি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব ।
- কোফি আনান ছিলেন জাতিসংঘের সপ্তম মহাসচিব।