Catalonia is a province of ______.
Correct Answer: Option D
Solution:
স্পেনের সমৃদ্ধ অঞ্চল কাতালোনিয়া । স্পেনের পূর্ব প্রান্তে ভূ-মধ্যসাগর ঘিরে এর অবস্থান । কাতালোনিয়া ১১৬৪ সাল পর্যন্ত একটি স্বাধীন রাষ্ট্র ছিল ।
১১ই সেপ্টেম্বর ১৭১৪ সালে স্পেনের রাজা পঞ্চম ফিলিপ কাতালোনিয়াকে পুরোপুরি করায়ত্ত্ব করেন এবং এরপর থেকে কাতালোনিয়া স্পেনের অংশ হিসেবে পরিচিত হয় ।
কাতালোনিয়ার রাজধানী বার্সালোনা । এটি মাদ্রিদের পর স্পেনের দ্বিতীয় বৃহওর শহর ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions