The modern world presents luxuries in abundance, while every religion preaches to ___ it.
Correct Answer: Option B
Solution:
| Defy - প্রকাশ্যে বিরোধিতা করা; উপেক্ষা করা | Abstain from - বিরত থাকা |
| Resist - প্রতিরোধ করা; বিরোধিতা করা | Adjust with - খাপ খাওয়ানো |
যেহেতু দুটি অংশ While দিয়ে যুক্ত আছে । তাই প্রথম অংশের বিপরীতভাবে পরের অংশে প্রকাশ পাবে । আধুনিক বিশ্ব প্রচুর বিলাসবহুল দ্রব্য সামগ্রী উপহার নিয়ে এসেছে, সেখানে প্রতিটি ধর্মই সেগুলোর ক্ষেত্রে কি আচরণের নির্দেশ দেয় ?
নিশ্চয়, এগুলোর প্রতি সংযত আচরণের নির্দেশ দেয় । তাই উওর হবে অপশন b).
বাক্যের অর্থঃ আধুনিক বিশ্ব প্রচুর বিলাসবহুল দ্রব্য সামগ্রীর উপহার দিচ্ছে যেখানে প্রতিটি ধর্মই এসব ব্যাপারে সংযত হওয়ার নির্দেশ দেয় ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions