বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের দুটি বানানই শুদ্ধ কোনটি?
Solution
Correct Answer: Option D
- ১৯৮৮ সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলা বানানের নিয়মের একটি খসড়া প্রস্তুত করে।
- বিশ্বভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ইত্যাদি প্রতিষ্ঠানের অনুসৃত বাংলা বানানের নিয়মের আলোকে ১৯৯২ সালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে।
- এ বানান রীতি অনুযায়ী অনেক সময় একই শব্দের দুটি বানানই শুদ্ধ হয়। যেমন:
(ঈর্ষা-ঈর্ষ্যা) (কুমির-কুমীর)
(কলস-কলশ) (কুটির-কুটীর)
(গাড়ি-গাড়ী) (তরণি-তরণী)
(দাদি-দাদী) (দিঘি-দীঘি)
(পাখি-পাখী) (বাঁশি-বাশী)
(বাড়ি-বাড়ী) (শ্রেণি-শ্রেণী)
(সূচি-সূচী) (স্বামি-স্বামী)
(হাতি-হাতী) ।