What is the name of the Inventors of Virus?
Solution
Correct Answer: Option A
- Virus ল্যাটিন শব্দ, যার অর্থ বিষ। ১৮৯২ সালে রাশিয়ার বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি (Dimitri Ivanovsky) সর্বপ্রথম তামাকের পাতার মোজাইক রোগের কারণ Virus বলে উল্লেখ করেন।
- ১৯৩৫ সালে মার্কিন বিজ্ঞানী স্ট্যানলি (W.M. Stanley) তামাক গাছের মোজাইক ভাইরাস'-কে রোগাক্রান্ত পাতা থেকে বিচ্ছিন্ন করে কেলাসিত করেন।
- ১৯৩৬ সালে ইংল্যান্ডের বডেন এবং উ. গ পিরি (F.C. Bawden and N. W. Pirie ) আবিষ্কার করেন, ভাইরাসে নিউক্লিক এসিড ও প্রোটিন বিদ্যমান।
- ভাইরাস আকারে এত ক্ষুদ্র যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তাই এরা অতি আণুবীক্ষণিক।
- এরা পোষক দেহ ছাড়া বংশবৃদ্ধি করতে পারে না এবং অকোষীয়।
- তাই ভাইরাস হলো- প্রোটিন ও নিউক্লিয়িক এসিড দ্বারা গঠিত অতি আণুবীক্ষণিক, অকোষীয় এবং বাধ্যতামূলক পরজীবী।