Solution
Correct Answer: Option A
- BCC এর পূর্ণরূপ হলো Blind Carbon Copy.
- একটি মেইল অনেক জনকে পাঠানোর সময় যদি BCC তে একাধিক ব্যক্তিকে যোগ করা হয়, তাহলে সকলের কাছেই মেইলটি যাবে।
- তবে এই মেইলটি আর কাদেরকে পাঠানো হয়েছে তা কেউ দেখতে পারবে না।
- BCC এর সুবিধা হলো সবার মেইল এড্রেস গোপন রেখে সবাইকে এক সাথে একটি মেইল পাঠানো যায়।