The area of a square on a straight line is how many times that on its one-third ?
Correct Answer: Option C
Solution:
প্রশ্নে বলা হচ্ছে যে, সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ সরলরেখার \(\frac{1}{3}\) অংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কতগুণ ?
মনেকরি, সরলরেখার দৈর্ঘ্য 3a একক
ঐ সরলরেখার \(\frac{1}{3}\) অংশ হলো = (3a এর \(\frac{1}{3}\) ) = a একক
এখানে সরলরেখার দৈর্ঘ্য (3a) ই হবে বর্গক্ষেত্রের একবাহু । আবার সরলরেখার \(\frac{1}{3}\) অংশ বা a এর উপর বর্গক্ষেত্র আঁকলে
সেক্ষেত্রে বর্গক্ষেত্রের একবাহু হবে a.
তাই সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (3a)2 = 9a2 বর্গ একক
সরলরেখার \(\frac{1}{3}\) অংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a2 = a2 বর্গ একক
অতএব দেখা যাচ্ছে যে, সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর \(\frac{1}{3}\) অংশের অঙ্কিত বর্গক্ষেত্রের 9 গুণ ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions