The most widely used resources in the production of Electricity in Bangladesh is
Correct Answer: Option B
Solution:
দেশের বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় প্রাকৃতিক গ্যাস । বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী
২০১৬-১৭ অর্থবছরে এই উৎপাদন খাতে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়েছে ২,১৫,৮৯৫ মিলিয়ন ঘনফুট । যেখানে একই
অর্থবছরে এই উৎপাদনখাতে অন্যান্য জ্বালানির ব্যবহার হয়েছে কয়লা ৫৮৭ হাজার টন, ফার্নেস অয়েল ৫১৩ মিলিয়ন লিটার
এবং HSD, SKO, LDO ৩৪৮ মিলিয়ন লিটার ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions