The average age of 12 children is 15 years. If another child comes the average age comes to 13. what is the age of the new child ?
Correct Answer: Option E
প্রশ্নে বলা হচ্ছে যে, 12 জন বালকের গড় বয়স 15 বছর । নতুন একজন বালক আসলে তাদের গড় বয়স হয় 13 বছর ।
নতুন বালকের বয়স কত ?
12 জন বালকের বয়সের সমষ্টি = 12 \( \times \) 15 = 180 বছর ।
আবার, নতুন একজন বালক আসায় 13 জন বালক হবে ঐ দলে ।
ঐ 13 জনের বয়সের সমষ্টি = 13 \( \times \) 13 = 169
যেহেতু, 13 জনের বয়সের সমষ্টি, 12 জনের বয়সের সমষ্টি হতে কম, তাই নতুন বালকের বয়স বের করা সম্ভব না ।
Note: অনেকেই নতুন বালকের বয়স = 180 - 169 = 11 বছর -এভাবে করেছে । কিন্তু এটি সঠিক নয় ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions