Who went Nobel Prize in Economics in 2017 ? 

A  Angus Deaton 

B  Tomas Lindahl 

C  Richard H. Thaler 

D  Paul Modrich 

E  None of these 

Solution

Correct Answer: Option C

Solution: 

অর্থনীতিতে আচরণের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য ২০১৭ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন রিচার্ড থ্যালার । 

মার্কিন এই অর্থনীতিবিদ মনোবিজ্ঞানের সাথে অর্থনীতির বিদ্যমান ব্যবধান ঘোচাতে কাজ করেছেন । শিকাগো বিশ্ববিদ্যালয়ের 

এই অর্থনীতিদের লেখা 'নাজ' নামের বইটি বোদ্ধা ও সাধারণ উভয় পাঠক ক্ষেত্রেই ব্যাপক সমাদৃত হয়েছে ।  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions