Unlike the wholesale price of raw wool, the wholesale price of raw cotton has fatten considerably in the last year. Thus, although the retail price of cotton clothing at retail clothing stores has not yet fallen, it will inevitably fall. Which of the following, if true most seriously weakens the argument above ?
Correct Answer: Option A
Solution:
প্রশ্নে বলা হচ্ছে, Raw wool এর পাইকারী দাম না কমলেও গত বছর Raw cotton এর পাইকারী দাম অনেক কমেছে । তাই যদিও Cotton
দিয়ে তৈরী পোশাকের Retail বা খুচরামূল্য এখনও কমেনি, তবে নিশ্চিতভাবে এটা কমে যাবে ।
এখন প্রশ্ন হলো নিচের কোন কথাটি সত্য হলে তা উপরের বক্তব্যকে দুর্বল করে ।
a) তে আছে, গত বছর Raw cotton এ Processing খরচ বাড়ার জন্য Raw cotton এর দাম কমলেও মোট খরচ পূর্বের মতো বা আরো বেড়ে যাবে ।
এজন্য খুচরা কাপড়ের দাম নাও কমতে পারে । হ্যাঁ এটি উপরের বক্তব্যের বিরুদ্ধে যায়, তাই এটি উত্তর হতে পারে ।
b) তে আছে, Raw wool এর পাইকারী মূল্য Raw cotton এর পাইকারী মূল্যের চেয়ে বেশি । এটি বক্তব্যের সাথে Consistent . তাই এটি উত্তর হবে না ।
c) তে আছে, খুচরা দোকনগুলোর গড় খরচ বছরব্যাপী স্থির ছিল । এটিও হবে না । কারণ এটি প্রাসঙ্গিক নয় ।
d) তে আছে, পাইকারি মূল্যের চেয়ে খুচরা মূল্য কম ছিল । এটিও উত্তর হতে পারে না । কারণ প্রশ্নে ফলাফল হিসেবে
এটা বলা হয়েছে ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions