'বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ' গ্রন্থের রচয়িতার নাম__

A ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

B বিদ্যাপতি 

C ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় 

D বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Solution

Correct Answer: Option C

- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত ব্যাকরণ বিষয়ক গ্রন্থ ‘বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ', যার প্রকৃত নাম The Origin and Development of the Bengali Language (ODBL)।
- তাঁর রচিত ভাষাবিষয়ক অন্য গ্রন্থটি হলো ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ'।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ বিষয়ক গ্রন্থ ‘ব্যাকরণ কৌমুদী’ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions