কে প্রমাণ করেন যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী?
Solution
Correct Answer: Option D
- টর্টি সর্বপ্রথম ‘ম্যালেরিয়া' শব্দটি ব্যবহার করেন। এর অর্থ দূষিত বায়ু।
- ফরাসি ডাক্তার চালর্স ল্যাভেরন ১৮০০ সালে সর্বপ্রথম মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন।
- ইংরেজ ডাক্তার স্যার রোনাল্ড রস ১৮৯৮ সালে প্রমাণ করেন যে, অ্যানোফিলিস মশকী ম্যালেরিয়ার জীবাণ বহন করে।