'এদেশের বুকে আঠারাে আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারাে প্রত্যাশা করেছেন।
i) উদ্দীপনা ii) সেবাব্রত iii) সাহসিকতা iv) চলার দুর্বার গতি
Solution
Correct Answer: Option A
সুকান্ত ভট্টাচার্যের 'ছাড়পত্র' কাব্যগ্রন্থ থেকে সংকলিত 'আঠারো বছর বয়স 'কবিতাটি ১৯৪৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ।আঠারো বছর বয়স কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্টকে তুলে ধরেছেন । কৈশোর থেকে যৌবনে পদার্পণের এ বয়সটি উত্তেজনার ,প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী ।এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাঁধা বিপত্তিকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত ।যৌবনের উদ্দীপনা ,সাহসিকতা, দুর্বার গতি ,নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত -এসব বৈশিষ্টের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যাপীড়িত দেশে তারুণ্য ও যৌবনশক্তি যেন জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায় । উল্লেখ্য অপশন ২ ব্যতীত সবগুলোই সঠিক উত্তর ।