Notice (8): Undefined variable: passageArr [APP/View/Argues/view.ctp, line 19]

If there be five boys in the team, the lone girl member is - 

A  P 

B  Q 

C  R 

D  S 

Solution

Correct Answer: Option B

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে টীমে 5 জন Boys আছে । টীমে ষষ্ঠ Girls কে ? 

  Shortcut: যেহেতু, টীমের Boys ৬ জন থেকে ৫ জন, তাই ৪নং শর্ত থেকে দেখুন B এবং E থেকে যেকোন একজনকে নিতে হবে । 

 কারণ এর দুজন একসাথে থাকবে না । এবার চিত্র হতে BE বাদে অন্য শর্তগুলোতে Boys অবশ্যই থাকবে তা খুঁজুন । দেখুন প্রথম শর্তে A D 

দুজনই Boys. তাই এটি নিয়ে চিন্তা বাদ দিন । ৭নং শর্তে দেখুন  C Q আছে । যেহেতু C হলো Boys এবং C কে অবশ্যই নিতে হবে । তাই Q কেও অবশ্যই নিতে হবে । 

 POE বা Process of Elimination : আপনি এ পদ্ধতিতে শর্তগুলো দিয়ে একটি করে উত্তর বাদ দিবেনঃ 

 a) বাদ কারণ এটি 5নং শর্ত  D/P মানে নি  । 

 d) বাদ কারণ এটি 2নং শর্ত  S T মানে নি । 

 c) বাদ কারণ এটি 4নং শর্ত B/E মানে নি ।    b) হতে পারে কারণ এটি 7নং শর্ত মেনেছে ।  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions