There is no advertising cost in the _____. 

A  Monopoly 

B  Perfect Competition 

C  Oligopoly 

D  Monopolistic Competition 

Solution

Correct Answer: Option A

Solution:

 কোন একটি দ্রব্যের যোগানের উপর একটি মাত্র উৎপাদক প্রতিষ্ঠানের সম্পূর্ণ কর্তৃত্ব স্থাপিত হলে তাকে Monopoly 

বলে । Monopoly market এ একজন মাত্র বিক্রেতা থাকে এবং তার দ্বারা বাজারে দ্রব্যের যোগান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত 

হয় । Monopolist যে সকল দ্রব্য উৎপাদন করে তাদের কোন ঘনিষ্ট বিকল্প দ্রব্য থাকে না । এই Market এ অন্যান্য 

প্রতিযোগি Firm এর প্রবেশ পথ রুদ্ধ হয়ে যায় । দ্রব্যটির উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের উৎস সম্পূর্ণ করায়ত্ত 

থাকার ফলে Monopolist নিরঙ্কুশ আধিপত্য লাভ করে । ফলে এতে কোন বিজ্ঞাপন খরচের দরকার হয় না । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions