'ফাঁকা আওয়াজে কাজ আদায়' - এর সমার্থক বাগধারা কোনটি ?

A কলকাঠি নাড়া

B কুপোকাৎ

C কালে ভদ্রে

D কথায় চিড়া ভেজা

Solution

Correct Answer: Option D

• ’ফাঁকা আওয়াজে কাজ আদায়’  এর সমার্থক বাগধারা- কথায় চিড়া ভেজা।

• কথায় চিড়া ভেজা বাগধারাটির অর্থ- ফাঁকা বুলিতে কার্যসাধন।
- বাক্য গঠন: কাজটি করাতে হলে নগদ কিছু ঢালো, শুধু কথায় চিঁড়ে ভেজে না।

• কলকাঠি নাড়া বাগধারাটির অর্থ- গোপনে কু-পরামর্শ দেওয়া।
- বাক্য গঠন: সে নিজের বুদ্ধিতে এ কাজ করছে না, কেউ না কেউ আড়াল থেকে কলকাটি নাড়াচ্ছে।
• কুপোকাৎ বাগধারাটির অর্থ- পরাজিত।
- বাক্য গঠন: সে কথার মারপ্যাঁচে তাকে কুপোকাৎ করে ফেলল।
• কালে ভদ্রে বাগধারাটির অর্থ- কদাচিৎ।
- বাক্য গঠন: কালে ভদ্রে দেখা সাক্ষাৎ হলে আন্তরিকতা জন্মাতে পারে না।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions