Solution
Correct Answer: Option A
- সারাংশে অপ্রয়োজনীয় তথ্য, ব্যক্তিগত মতামত বা অনুভূতি, অতিরিক্ত ব্যাখ্যা বা বিশ্লেষণ এবং অলঙ্কার বা ভাষার শৈলী থাকা উচিত নয়।
- সারাংশের মূল উদ্দেশ্য হল মূল পাঠের বিষয়বস্তুকে সংক্ষেপে ও স্পষ্টভাবে প্রকাশ করা।
- তাই সারাংশে অলংকার ব্যবহার করলে সারাংশটি জটিল হয়ে যাবে এবং মূল বিষয়বস্তু বোঝা কঠিন হয়ে যাবে।