5 টাকায় 2 টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে x% লাভ হবে ?

A 1400 xটি

B 1400/(100 + x) টি

C (100 + x)/(1400) টি

D (1400 + x)/(100) টি

Solution

Correct Answer: Option B

5 টাকায় ক্রয় করে = 2 টি কমলা 
∴ 1 টাকায় ক্রয় করে = 2/5 টি কমলা 
∴ 100 টাকায় ক্রয় করে = (২ × 100)/5 টি কমলা 
                              = 40 টি কমলা 

আবার, 
x% লাভে করতে হলে ক্রয়মূল্য 100 টাকা হতে হলে বিক্রয়মূল্য হতে হবে (100 + x) টাকা 

সেক্ষেত্রে,
 (100 + x) টাকায় বিক্রয় করতে হয় = 40 টি কমলা 
∴ 1 টাকায় বিক্রয় করতে হয় = 40/ (100 + x) টি কমলা 
∴ 35 টাকায় বিক্রয় করতে হয় = (40 × 35)/(100 + x) টি কমলা 
                                     = 1400/(100 + x) টি কমলা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions