মানবদেহে HIV প্রবেশ করার কতদিনের মধ্যে শরীরে এইডস-এর লক্ষণ দেখা যায় ?
A ১ মাস থেকে ২ মাস
B ১ বছর থেকে ২ বছর
C ৬ মাস থেকে ১০ বছর
D ৩ মাস থেকে ৪ মাস
Solution
Correct Answer: Option C
- এইডস রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের শ্বেতকনিকা ধ্বংস হয়। ফলে দেহের রােগ প্রতিরােধ ক্ষমতা লােপ পায়।
- এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায়ে হলাে এইডস।
- মানব দেহে এইচআইভি ভাইরাস প্রবেশ করার ৬ মাস থেকে ১০ বছরের মধ্যে শরীরে এইডসের লক্ষণ প্রকাশ পায়। এইডস রােগের কোন নির্দিষ্ট লক্ষণ নেই।