গোলক ভরাট করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস ?
Solution
Correct Answer: Option C
➤ ও এম আর বা অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader) এমন একটি ইনপুট ডিভাইস বা যন্ত্র যার সাহায্যে কাগজের ওপর কোনো বিশেষ মার্ক বা দাগ চিহ্নিত করা যায় ।
বর্তমানে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের মূল্যায়ন ওই যন্ত্রের সাহায্যে করা হয়।
➤ ওয়েবক্যামের ব্যবহার ওয়েবক্যাম (Webcam) হচ্ছে ডিজিটাল ক্যামেরার একটি বিশেষ রূপ।
এটি এমন একটি হার্ডওয়্যার যার সাহায্যে স্থির চিত্র বা ভিডিও চিত্র কম্পিউটারে ইনপুট হিসেবে প্রবেশ করানো যায়।