Solution
Correct Answer: Option D
- পাম অর্থাৎ হাটের তালুর মধ্যে রেখে কাজ করা যায় এমন সাইজের কম্পিউটারকে পামটপ কম্পিউটার বা পামপিসি বলা হয় ।
- একে পকেট পিসি বা Personal Digital Assistance (PDA)-ও বলা হয়।
- পামটপ এক ধরনের ছোট কম্পিউটার যা হাতের তালুতে নিয়ে কাজ করা যায় ওজন মাত্র ১৭০ গ্রাম।