কোন বাংলাদেশি দুইবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন ?

A মুসা ইব্রাহীম

B নিশাত মজুমদার

C এম. এ মুহিত

D ওয়াসফিয়া নাজরীন

Solution

Correct Answer: Option C

- এম এ মুহিত  (জন্ম: ৪ জানুয়ারি, ১৯৭০) ২০১১ সালের ২১ মে, দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন এবং তিনি দুইবার এভারেস্ট জয় করেন। 
- এর আগে ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশী হিসেবে মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করার কৃতিত্ব অর্জন করেন।
- বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার (১৯মে, ২০১২),
- দ্বিতীয় এভারেস্ট বিজয়ী নারী ওয়াসফিয়া নাজরীন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions