সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি -
A ১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা
B ৫০ হাজার বর্গ কিলোমিটার জলসীমা
C ১২ হাজার বর্গ কিলোমিটার জলসীমা
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
- ২০১২ সালের ১৪ মার্চ ইটলস বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা চিহ্নিত করে রায় দেয়।
- ১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা ওপর বাংলাদেশ অধিকার লাভ করে।