যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশিতে প্রদীপ ভাতি— এই অংশের সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক?
A দিনের বেলায় আলোর উৎস সূর্য
B দিনের বেলায় প্রদীপ জ্বালানো আবশ্যক
C দিনের বেলায় প্রদীপ জ্বালানো অপব্যয়ের নামান্তর
D অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক
Solution
Correct Answer: Option D
• যে ব্যক্তি অপ্রয়োজনে অর্থ ব্যয় করে, সে শেষ পর্যন্ত অর্থাভাবে পড়ে। অর্থাভাবে তার জীবনে অন্ধকার নেমে আসে। প্রদত্ত অংশের প্রথম বাক্যটিতে বলা হয়েছে, যে ব্যক্তি দিবসে মনের হরষে মোমের বাতি জ্বালায়, তার গৃহে রাতে প্রদীপ জ্বালাবার মতো অর্থ থাকে না। অর্থাৎ, সে অপ্রয়োজনে অর্থ ব্যয় করে। দ্বিতীয় বাক্যটিতে বলা হয়েছে, সে শেষ পর্যন্ত অর্থাভাবে নিঃস্ব হয়ে পড়ে। অর্থাভাবে তার জীবনে অন্ধকার নেমে আসে।
• প্রদত্ত অংশের সম্প্রসারণ থেকে পব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক বলে মনে হয়। পব্যয়ের ফলে ব্যক্তির জীবনে অর্থাভাব দেখা দেয়। অর্থাভাবে তার জীবনে অন্ধকার নেমে আসে। সে মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তার জীবনে সুখ-শান্তি থাকে না।