সারাংশের মূল উদ্দেশ্য কী?
A অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা
B ভাবের অংশ প্রকাশ করা
C বাইরের ভাব বিশ্লেষণ করা
D অন্যভাব ফুটিয়ে তোলা
Solution
Correct Answer: Option A
-সারাংশের মূল উদ্দেশ্য - অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা।
-'সারাংশ লিখন' শিক্ষার উদ্দেশ্য - বক্তব্য সংক্ষেপণ।
-সারাংশ বা সারমর্ম সাধারণত অনুচ্ছেদে লিখতে হয় - একটি।
-সারাংশ লিখতে ভাষায় বাহুল্য, উপমা, অলংকার এ সকল - বর্জনীয়।