নিচের কোনটি সাধুরীতির উদাহরণ?
A তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র
B তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
C তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র
D তখন গভীর ছায়ায় সর্বত্র ঢেকে গিয়েছে
Solution
Correct Answer: Option B
- সাধু ভাষার ব্যাকরণের নিয়ম অনেকটা সুনির্ধারিত এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট অনুকরণে পরিকল্পিত যে নতুন সর্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যে প্রবর্তিত হয়, তাকে সাধু ভাষা বলে ।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলঃ তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে ।