কোনটি শুদ্ধ বাক্য?

A বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে

B তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে

C মেয়েটি দারুণ সুবুদ্ধিমতী

D আজকাল বিদ্বান মহিলার অভাব নেই

Solution

Correct Answer: Option A

সঠিক বাক্য- বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছেে।

- তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে। বাক্যে বিশেষণের অপপ্রয়োগজনিত ভুল রয়েছে। বাক্যটির শুদ্ধ রূপ - তোমার সঙ্গে গোপনীয় পরামর্শ আছে।
- মেয়েটি দারুণ সবুদ্ধিমতী। বাক্যে সবুদ্ধিমতী শব্দটি সঠিক নয়। বাক্যটির শুদ্ধরূপ: মেয়েটি দারুণ বুদ্ধিমতী।
- আজকাল বিদ্বান মহিলার অভাব নেই। বাক্যে বিদ্বান শব্দটি হল পুরুষ বাচক শব্দ।  বাক্যটির শুদ্ধরূপ:  আজকাল বিদুষী মহিলার অভাব নেই।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions