ওয়েস্ট মিনিস্টার কি জন্য বিখ্যাত?
A ব্রিটেনের ব্যবসা কেন্দ্র
B ব্রিটেনের পার্লামেন্ট ভবন
C আমেরিকার হোয়াইট হাউজ
D নাসা ভবন
Solution
Correct Answer: Option B
ওয়েস্ট মিনিস্টার লন্ডনের একটি প্রাসাদ ভবন যা হাউজ অফ পার্লামেন্ট নামেও পরিচিত। এই প্রাসাদে যুক্তরাজ্যের আইনসভার দুই কক্ষের (হাউজ অফ লর্ডস এবং হাউজ অফ কমন্স) রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত কাজে একসাথে বসেন। লন্ডনের অধীনে স্বায়ত্তশাসনপ্রাপ্ত নগরী ওয়েস্টমিন্স্টারে টেম্স নদীর উত্তর কূল ঘেঁষে এই প্রাসাদটি অবস্থিত। ঊনবিংশ শতাব্দী থেকে এখানে বর্তমান সরকারি কাজকর্মের সূচনা ঘটে।