একটি কোণকের ভূমির ব্যাসার্ধ 5 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে, এর হেলানো উচ্চতা কত?
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে,
কোণকের ভূমির ব্যাসার্ধ, r = 5 সে.মি.
উচ্চতা, h = 12 সে.মি.
ধরি,
হেলানো উচ্চতা = l
আমরা জানি,
l2 = r2 + h2
বা, l2 = (5)2 + (12)2
বা, l = √169
∴ l = 13
∴ হেলানো উচ্চতা = 13 সে.মি.