ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
A ১৬১০ সালে
B ১৫১০ সালে
C ১৭১০ সালে
D ১৮১০ সালে
Solution
Correct Answer: Option A
- সর্বপ্রথম ১৬১০ সালে মোগল সুবেদার ইসলাম খান ঢাকাকে বাংলার রাজধানীতে রূপান্তরিত করেন।
- সে সময় তিনি ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর।