যার কোন মূল্য নেই- এর সমার্থক বাগধারা কোনটি?
A ডাকা বুকো
B তুলসী বনের বাঘ
C কাঠের পুতুল
D ঢাকের বায়া
Solution
Correct Answer: Option D
-ঢাকের বাঁয়া অর্থ যার কোন মূল্য নেই ; অপ্রয়োজনীয় ।
-ডাকাবুকো অর্থ নির্ভীক ; দুঃসাহসী ।
-কাঠের পুতুল অর্থ নিস্ক্রিয় দর্শক ;বোকা ।
-তুলশীবনের বাঘ অর্থ ভণ্ড ;সুবেশ দুর্বৃত্ত ।