He raised his hand. Here 'raised' is a _____ verb.
Solution
Correct Answer: Option D
causative verb এর অর্থ হল প্রযোজক ক্রিয়া। বাক্যে কোন কাজ যদি কর্তা সরাসরি নিজে সম্পাদন না করে অন্যদের মাধ্যমে সম্পাদন করায় তাকে causative verb বলে।
কিছু causative verb আছে যেগুলু সরাসরি কোন বাক্যে ব্যবহার করা যায় । যেমন -feed,raise,fell,inform,set etc.
কিন্তু সব verb এরর causative verb থাকেনা । সেক্ষেত্রে make,get,have,let,help এই ৫ টি verb ব্যবহার করে causative করতে হয়।