একটি বৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার। মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
Solution
Correct Answer: Option A
রাস্তাবাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ,
= 26/2 মিটার
=13মিটার
রাস্তাসহ মাঠের ব্যাসার্ধ,
= (13 + 2)মিটার
= 15 মিটার
অতএব, রাস্তাসহ মাঠের খেত্রফল,
= πr2 মিটার
= π × 152 মিটার
= 225π মিটার