একটি ট্রাপিজিয়াম আকৃতির লোহার পাতের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 3 সে.মি. ও 1 সে.মি. এবং এদের লম্ব দূরত্ব 2 সে.মি.। পাতটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
Solution
Correct Answer: Option D
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল,
= 1/2 ×( সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল )× সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দুরত্ব
= (1/2) × (3 + 1) × 2
= (1/2) × 8
= 4 বর্গ সে.মি.